মুক্তি পেয়েছে বাংলাদেশি পরিচালকের ‘কমান্ডো’ সিনেমার টিজার।

মুক্তি পেয়েছে বাংলাদেশি পরিচালকের ‘কমান্ডো’ সিনেমার টিজার।


বয়কট কমান্ডো মুভি



আমি সিনেমা দেখি না, খবর রাখি না, কিন্তু যেহেতু আমি অনলাইন জগতে আছি, সিনেমার টিজারের স্ক্রিনশট দেখে আমার কপাল ভেঙ্গে গেল। মুভিটি বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। দাড়ি, টুপি, জুব্বা, রুমাল, গুঞ্জন, রাজাকার, বখাটে, চরিত্রহীন মানুষ বানিয়ে ইসলাম ও মুসলমানদের অপমান করেছে ভারত ও এদেশের চলচ্চিত্র নির্মাতারা। তাই এখন তারা যৌথ উদ্যোগ নিয়েছে!! নতুন সংযুক্তি হবে, বিষয় হবে, চরিত্র নয়! কৌশলে বিষয় হয়ে উঠছে বাংলা সিনেমার বিষয়! বলা হচ্ছে সিনেমাটি বিশ্বমানের!

১ম ছবি দেখুন। কালেমা পতাকা লাগিয়েছেন, পতাকার নীচে AK-47-এর প্রতীক। পতাকার আড়াল থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে আসছে তথাকথিত সন্ত্রাসীরা।

২য় ছবি দেখুন। চার পাশে আরবি লেখা। টিজারের এই অংশে কথিত সন্ত্রাসীদের সুন্নাত পোশাক পরা এবং "নারায়ে তাকবির" এবং "আল্লাহু আকবর" স্লোগান দিতে দেখা যাচ্ছে।


এই সিনেমায় কালেমাধারীদের হারাতে লড়বেন ‘নায়ক দেব’। এই সিনেমায় নায়ক দেব ইসলামিক জঙ্গিবাদ দমন করতে হাজির হয়েছেন। আর জঙ্গিদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কালো পতাকা। এখানে স্পষ্টতই ইসলামকে শয়তানী করা হচ্ছে। ইসলাম ভিলেনে পরিণত হয়েছে। যা ইচ্ছাকৃত ইসলামোফোবিয়া। ইসলাম কখনই জঙ্গী ধর্ম নয়, একই সাথে ধর্মের নামে ইসলামে শুধু উগ্রবাদ ও জঙ্গিবাদ নেই, সব ধর্মেই আছে, তাহলে শুধু ইসলামের পতাকা আর কালিমার সিনেমায় ব্যবহার কেন?


এই চ্যালেঞ্জ কোথায় পেলেন পরিচালক! নাটক মুভিতে এমনিতেই খারাপ দাড়ি, ধর্ষক, বখাটে, দাড়ি, টুপি, অ্যান্টিমনি আছে। আমাদের নীরবতায় এখন ভিলেন চরিত্রটি সরাসরি কালো ব্যবহার করার সাহস দেখাচ্ছে।


মনে রাখবেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। এমনকি একজন প্রকৃত মুসলিম জঙ্গিও ট্র্যাশারের পক্ষে হতে পারে না। কিন্তু মুমিনরা জঙ্গি আখ্যা দিয়ে কালেমার পতাকা কারো হাতে তুলে দিতে পারে না। নিউজিল্যান্ডে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে ক্রুসিফিক্সন মুভি তৈরি করা, খ্রিস্টান সম্প্রদায়কে দোষারোপ করা, দেব এবং শোয়ার্জনেগারকে নায়ক বানানো। আরেকটি মন্ত্র হল রাখাইন এবং প্রতিবেশী দেশগুলিতে চরমপন্থীদের দ্বারা লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা, যুদ্ধাপরাধ এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া। এত কাছাকাছি ঘটলেও তারা পড়েনি কেন? সব ইসলাম ও সুন্নাতের পোশাক নিয়ে ভন্ডামি হয় না!

ইচ্ছাকৃতভাবে এই খারাপ কাজগুলি দ্রুত বন্ধ করুন। তা না হলে শান্তির পরিবেশ নষ্ট হলে দায় এড়াতে পারবে না সিনেমা কর্তৃপক্ষ।

No comments

Powered by Blogger.